Friday , 3 May 2024
শিরোনাম

বিশ্বে করোনা শনাক্ত কমেছে সাড়ে চার লাখ

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে সাত হাজার ৭১৬ জন, যা আগের দিনের চেয়ে তিন হাজার কম।

এ সময়ে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন রোগী। এই শনাক্তও আগের দিনের তুলনায় প্রায় সাড়ে চার লাখ কম।

রোববার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জনের। আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জন।

একদিনে বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় দুই লাখ তিন হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছে।

আর মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ব্রাজিলে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮৯২ জন।

মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক ও ইতালি।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x