মনির হোসেন ।। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে অপসারণে ৮ সেপ্টেম্বর ‘২৪ খ্রিঃ বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস)’র চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর ‘২৪ খ্রিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্তৃত্ববাদী মহপরিচালক মোঃ আব্দুস সামাদ এর অপসারনের দাবীতে ২৭ আগস্ট’২৪ খ্রিঃ থেকে চলমান কর্মসূচির অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর ‘২৪ খ্রিঃ দেশের সকল বিভাগ, জেলা পিটিআই, উপজেলা শিক্ষা অফিস, ইউআরসিসহ সকল মহপরিচালকের অপসারনের দাবীতে ব্যানার টানানো এবং স্ব স্ব অফিসের সামনে সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত অবস্থান ও কালো ব্যাচ ধারণ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৭টি পিটিআইতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির পাশাপাশি বৈষম্য নিরসনের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে পিটিআই কর্মকর্তাদের ১০ দফা দাবি উঠে আসে।পিটিআই চাঁদপুর জেলা কার্যালয়ের সুপারিনটেনডেন্ট একেএম রফিকুল ইসলাম উক্ত মানববন্ধন কর্মসূচিতে দাবিগুলো উপস্থাপন করেন।
এগুলো হচ্ছে; (১) প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠণ করতে হবে, (২) জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট, জাতীয় শিক্ষা নীতি, গবেষণা প্রতিবেদন, শিক্ষাবিদ এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনের মতামত বিবেচনা নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ (বিটিপিটি) বাতিল করে ডিপিএড/বিএড(প্রাইমারি) চালু করতে হবে, (৩) প্রযোজ্য বিধি বিধানের আলোকে দীর্ঘ ১৮ বছর যাবৎ (২০০৬) সাল থেকে পরবর্তীতে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত) গ্রেডেশন বঞ্চিত পিটিআই ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন প্রনয়ণ এবং সুপারিনটেনডেন্ট, এডি, ও ডিপাইওগণের সমন্বিত গ্রেডেশন তালিকা চুড়ান্ত করে শূন্য পদে দ্রুত পদোন্নতি প্রদান করতে হবে, (৪) বিদ্যমান নিয়োগ বিধি অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা পদে পিটিআই কর্মকর্তাগণকে দ্রুত পদায়ন করতে হবে, (৫) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর প্রাথমিক শিক্ষা উইং এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডডেমি (নেপ) এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন একাডেমিক প্রতিষ্ঠানের অভিজ্ঞ, দক্ষ ও বিশেষায়িত কর্মকর্তা হিসেবে পিটিআই কর্মকর্তাদের পদায়ন করতে হবে, (৬) সকল পিটিআইতে বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টর পদ সৃষ্টি, ঢাকা পিটিআইতে ২য় সহকারী সুপারিনটেনডেন্ট পদ সৃষ্টি এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের পদবী সহকারী ইন্সট্রাক্টর করা এবং প্রয়োজনের নিরিখে পদ সংখ্যা বৃদ্ধি করতে হবে, (৭) পিটিআই এর জনবলের অর্গানোগ্রামে পরিবর্তন এনে সিনিয়র ইন্সট্রাক্টর পদ সৃষ্টি করে ৫ বছরের মধ্যে পিটিআই ইন্সট্রাক্টরদের পদায়ন/পদোন্নতির সুযোগ রাখতে হবে এবং পিটিআই কর্মকর্তাদের বেতন স্কেল যৌক্তিকভাবে আপগ্রেড করতে হবে, (৮) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি নীতিমালা সংশোধন করে কর্মকর্তা বান্ধব অনলাইন বদলি পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় পিটিআই কর্মকর্তাদের নিজ জেলা/পূর্ববর্তী কর্মস্থলে পদায়নের সুযোগ রাখতে হবে, (৯) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প হতে রাজস্বখাতে স্থানান্তরিত পদধারীদের নিয়মিতকরণ ও জ্যৈঠতা বিধিমালা -২০০৫ এর স্পষ্টীকরণ পরিপত্র লঙ্ঘন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর -৩৮.০০.০০০০.০০১.১৫.০০৩.২৪.৪৫, তারিখ -২১ জানুয়ারি, ২০২৪ জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করতে হবে ও (১০) জাতীয় পে স্কেল -২০১৫ এর ১২(২) অনুচ্ছেদ মোতাবেক ইন্সট্রাক্টরদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন (ADVANCE INCREMENT) সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ প্রক্রিয়াধীন ফাইল দ্রুত নিষ্পত্তি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর শহীদুল ইসলাম, মোঃ আজিজুর রহমান ও ফারজানা আক্তারসহ বিটিপিটি’র অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী।