ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ।।
শুধুমাত্র প্রবাসী সেবাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার অঙ্গীকার নিয়ে সৌদি আরবের রিয়াদে উদ্ভোদন হয়েছে বাংলাদেশের সুপরিচিত IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সি আসসাবিল ট্রাভেলস এর রিয়াদ শাখা।
প্রবাসী আয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের আর্থসামাজিক বিকাশে অন্যতম অনুঘটক হিসেবে বিবেচিত বলে মন্তব্য করেছেন সৌদি আরব সফর’রত’ বাংলাদেশের তরুণ বক্তা ইসলামিক স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনান।
সৌদি আরবে’র রিয়াদে আসসাবিল বাংলাদেশ ট্রাভেলস শুভ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
আসসাবিল বাংলাদেশ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোকবুল আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে, ও সাংবাদিক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায়, এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান।
বক্তব্য দেন সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ও সাখাওয়াত হোসেন আরমান।
শেষে বাংলাদেশের তরুণ বক্তা ইসলামিক স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনান-কে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রিয়াদ কমিনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।