ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছায় বাড়ির জমির সীমানা অতিক্রম করে প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় ঘটনায় মো. আব্দুল হক নামে একবৃদ্ধকে মারপিট ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে থানার সামনে এঘটনা ঘটে। আহত আব্দুল হক উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। এঘটনায় তার ছেলে মো. তরিকুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেন।
মামলায় প্রকাশ, আসামীরা বাড়ির জমির সীমানা অতিক্রম করে প্রাচীর নির্মাণ করছিল। তা বাধা দেওয়ায় গত ১২ অক্টোবর সকালে তারা বাড়িতে এসে আমার পিতা আব্দুল হককে মারপিটসহ বাড়ীঘর ভাংচুর করে। এছাড়া মুরগীর খামারে আগুন দেওয়ার হুমকিও দেয়। এঘটনায় সোমবার সকালে থানায় অভিযোগ করতে গেলে পায়রাডাঙ্গা দক্ষিণ পাড়ার মমিনুর রহমান, তার ভাই আমিনুর রহমান, বাপ্পি ও মো. সৈকত বাদির বাবাকে থানা গেটের সামনে হেলমেট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়াসহ এলোপাতাড়ি ভাবে মারপিট করে মারাত্মক ভাবে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ তদন্ত ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে একটি এজহার করা হয়েছে।