মো: জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে এবং চট্টগ্রামের ফটিকছড়ির দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় রাঙামাটি শহরের বিভিন্ন প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং ভোকেশনাল ইনস্টিটিউটের ৪০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পরীক্ষার দায়িত্বে ছিলেন, মাইজভাণ্ডার আহমদিয়া দরবার শরীফ, রাংগামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি মোঃ পারভেজ|
এ পরীক্ষায় ৪০২ জন শিক্ষর্থীদের মধ্যে ৪র্থ শ্রেণীর স্কুল কেন্দ্রীক পরীক্ষার্থী ছিল ৬৬জন, মাদ্রাসা শিক্ষার্থী ছিল ০৫ জন। ৫ম শ্রেণীর স্কুল কেন্দ্রীক শিক্ষার্থী ছিল ৮১জন, মাদ্রাসা শিক্ষার্থী ছিল ১১ জন। ৭ম শ্রেণীর স্কুল কেন্দ্রীক শিক্ষার্থী ছিল ১২৮ জন, মাদ্রাসা শিক্ষার্থী ছিল ১৩ জন। ৮ম শ্রেণীর স্কুল কেন্দ্রীক শিক্ষার্থী ছিল ৭০ জন, মাদ্রাসা শিক্ষার্থী ছিল ১২ জন। ভোকেশনাল থেকে শিক্ষার্থী ছিল ১৬ জন। সারাদেশে সর্বমোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়