বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ আলী মোল্লা আহ্বায়ক এবং মো. রবিউল করিম বাবুল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মোট ৪১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নাটোর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হাসান আলী ও সদস্য সচিব গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।
নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং মাঠ পর্যায়ে কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনকে আরও বেগবান করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে বড়াইগ্রাম উপজেলায় কৃষক দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ কমিটি ঘোষণার মাধ্যমে বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে