জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি।। আজ ২৭অক্টোবর ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের দিক-নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট বক্সের সামনে চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কস্থ এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন মানিকছড়ি পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
চেকপোস্ট পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বহন করে তা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি নিয়ে আসবে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। তল্লাশীর এক পর্যায়ে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে আগত চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪ নম্বরের পাহাড়ীকা বাসটি মানিকছড়ি পুলিশ চেকপোস্ট বক্সের সামনে আসলে থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার বাসটি থামায়।
উপরোক্ত পাহাড়িকা বাস তল্লাশীকালে বাসের এইচ-৩ সিটের উপর বসা ব্যক্তির নিকটে থাকা শপিং ব্যাগের ভিতর খাকি খামের প্যাকেটে ৯৭৮৫ (নয় হাজার সাতশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার পূর্বক মাদক ব্যবসার সাথে অভিযুক্ত ০১ জন’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত হলেন, মোঃ ওয়াসিম প্রকাশ ওয়াসীম (৩৫), পিতার নাম মৃত শামছুল ইসলাম প্রকাশ সামছুল প্রকাশ সামশুল, তার স্থায়ী ঠিকানা গ্রাম: সাত ভাইয়ের পাড়া, আব্দুল কাদেরের বাড়ী, আরাফাত আলী ফকিরের বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা- চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- গ্রাম: আর.আর ভবন, ৩য় তলা, ০২নং গলি, আমতলা, রিয়াজ উদ্দিন বাজার, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম।