বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক সুপ্রিমকোর্টের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আইনজীবীগণ তাকে যে সম্মান প্রদান করেন তা জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে।’ বুধবার (৩০অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক।
বেলা ১ টা ৩০ মিনিট হতে ৪ টা পর্যন্ত সুপ্রিমকোর্ট ও হাই কোর্ট বার সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। আইনজীবী নেতৃবৃন্দ বলেন, ‘যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক এর দীর্ঘ ১৯ বছর যুক্তরাজ্য প্রবাসী জীবনে বাংলাদেশের স্বৈরাচার ও গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার দু:শাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় দেশ বিদেশের আন্দোলনের শক্তি জনগণের মাঝে ব্যাপকভাবে সাড়া জাগায়।’ আইনজীবী নেতৃবৃন্দ তার সৌজন্যে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করেন।
বেলা ৩ টা ৩০ মিনিটে তিনি সুপ্রিমকোর্টের এটর্নী জেনারেল এডভোকেট আসাদুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এম এ মালিক। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাগুলি আইনের মাধ্যমে দ্রুত নিস্পত্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। গত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রবাসীদের বাড়িঘর দখল করেছেন সেইসব বাড়িঘর প্রকৃত মালিকরা যেন দ্রুত ফিরিয়ে পায় সেজন্য আইনী ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের বার সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের বার সমিতির সভাপতি ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্টের বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির মানবাধিকার সম্পাদক নাসির উদ্দীন ওয়াসিম, বিএনপি নেতা গাজী তৌহিদুলইসলাম, মোহম্মদ আলী, কামরুজ্জামান সেলিম। এসময় এম এ মালিক এর সাথে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মিন্টু প্রধান সম্পাদক সাপ্তাহিক জয়যাত্রা, মোঃ রাশেদ যুক্তরাজ্য বিএনপি নেতা, তানজির আহমেদ রাসেল সাংবাদিক এনটিভি ইউরোপ, রোলন আহমেদ মৌলভীবাজার বিএনপি নেতা, এনামুর রহমান বিএনপি নেতাসহ প্রমূখ।