মোঃরাকিবুল হাসান, (বেসরকারি কর্মজীবী)
মুদ্রাস্ফীতি এই মূহুর্তে ৯% ধরেন আপনি এবছর যেই জিনিসটা ১০০ টাকায় কিনছেন আগামী বছর ঐ একই জিনিস কোন রকম সিন্ডিকেট ছাড়াই ১০৯ টাকায় কিনতে হবে আপনাকে। তাই এখনি সকলকে সচেতন হতে হবে বিশেষ করে বেসরকারি কর্মজীবীদের। আপনাকে একাধিক আয়ের উৎস খুজে বের করতে হবে, তবে সেটা অবশ্যই অনৈতিক বা অবৈধ যাতে না হয়। কারন সকল বেসরকারি কোম্পানি ৫% ইনক্রিমেন্ট করতে হিমসিম খাচ্ছে, সেখানে বাকি হিসাব বাধ দিলেও ৪% মুদ্রাস্ফীতি আপনার ঘাটতি থেকে যাবে। মনে রাখবেন একাধিক আয়ের উৎস মানি যে আপনাকে আপনার চাকুরী থেকে বাহিরে গিয়ে আলাদা কিছু করতে হবে এমনটা নয়, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করার চেষ্টা করুন।আপনার দায়িত্ব গুলো আপনার কর্মঘণ্টার চেয়ে কতো কম সময়ে শেষ করতে পারেন সেদিকে মনোযোগী হতে পারেন। বাকি সময় আপনি কোম্পানি যেই কাজ গুলো কর্মীর অভাবে করা হয় না সেগুলো নিয়ে কাজ করুন। তবে মনে রাখবেন কারো উপর অর্পিত দায়িত্ব গুলো আপনি করতে যাবেন না এতে আপনার কারনে ঐ মানুষটি ক্ষতি হতে পারে। তবে আপনি আপনার দায়িত্ব পাশাপাশি অন্য সহকর্মীদের কাজগুলো শিখে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগবে। এই কাজে লাগার বিষয়টি এরকম যে আপনি অন্য কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কেনো তারা নিয়োগ দিবে বেশী টাকা সেলারী দিয়ে বা অন্য কাউকে সিলেক্ট না করে আপনাকে কেন করবে তার অন্যতম কারন হতে পারে আপনি আপনার দায়িত্বের পাশাপাশি এই কাজগুলোতে তাদেরকে সাপোর্ট দিতে পারবেন। তবে মনে রাখবেন সেগুলোও যাতে আপনার জব রেসপনসেবলিটি না হয়, এতে করে আপনার কাজের প্রেশার বেড়ে তাদের কাঙ্ক্ষিত আউটপুট দিতে ব্যর্থ হতে পারেন। জরুরী প্রয়োজনে আপনি সাপোর্ট দিতে পারবেন বিষয়টি যাতে এরকম হয়। মনে রাখবেন অতিরিক্ত কাজের চাপ আপনার কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে না এতে আপনার উল্টো ব্যর্থতার কারন হবে।
এছাড়াও আপনি কোম্পানি ডেবলোপমেন্ট হবে এমন কোন কাজ কোন কারনে হচ্ছে না সেটা ডেবলোপ করে মেনেজমন্টকে উপস্থাপন করতে পারেন। এগুলো ত গেলো আপনার কর্মস্থলে আপনার ডেবলোপমেন্ট৷ এর বাইরে আপনি যেই কাজগুলো ভালো পারেন সেগুলোকে সঠিকভাবে শিখে ফ্রিল্যান্সিং এ মনোযোগ দিতে পারেন, কারনে বর্তমানে ফ্রিল্যান্সিং এ সকল কাজই পাওয়া যায়। তবে মনে রাখবেন সেটা করতে গিয়ে যাতে আপনার স্হায়ী চাকুরির কোন ক্ষতি না হয়। আর এছাড়াও যারা টেকনিক্যাল লোক তারা শুধু একটা বিষয়ের উপর পারদর্শী হলে বর্তমানে আপনি প্রতিযোগিতা মূলক চাকুরির বাজারে বেশী দিন টিকতে পারবেন না। কেননা দেখা গেলো আপনি এমন একটা টেকনিক্যাল কাজে পারদর্শী সেটা অদূর ভবিষ্যতে রোবট দ্বারা সম্পাদন করা হবে যার ফলে আপনি চাকুরির বাজারে মূল্যহীন হয়ে পরবেন।
তাই নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যাতে আগামীতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আপনি টিকে থাকতে পারেন। বর্তমান পরিস্থিতিতে কেউ আপনাকে সুযোগ করে দিবে না আপনাকে আপনার সুযোগ করে নিতে হবে।
মনে রাখবেন টেকনোলজির এই যুগে আপনাকেও টেকনোলজি বেজ কর্মক্ষেত্র আয়ত্ত করতে হবে। আগামী দিনগুলোতে প্রতিটি কোম্পানি সকল ক্ষেত্রে টেকনোলজির প্রয়োগ আসছে। তাই নিজেকে নকিয়া মতো টেকনোলজি থেকে পিছিয়ে রাখলে আপনিও হারিয়ে যাবেন।