ই এম আকাশ, বিশেষ প্রতিনিধি।। আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর বাৎসরিক আয়োজন টেকনিক্যাল সেমিনার ২০২৪ উপলক্ষে ১৬ ই নভেম্বর ২০২৪ তারিখে দোহার চার তারকা হোটেল দি ট্রিফীন হাউজ এর আল-রিয়াদ হলে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোস্ট কান্ট্রি কাতার এর কমিউনিটি পুলিশিং ডিপার্ট্মেন্টের এক্সটারনাল ব্রান্চ অফিসার ক্যাপ্টেন শিহাব মুনাওয়্যার আল সামারী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবদুল মুকিত, এবং অনুষ্ঠানের কনভেনার এর দায়িত্বে ছিলেন সহ-সভাপতি-১ প্রকৌশলী আশরাফ উদ্দিন।
সহ-সভাপতি-২ প্রকৌশলী আমানত হোসেন এর প্রানবন্ত উপস্থাপনায় ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির এর সার্বিক ব্যাবস্হাপনায় পুরো অনুষ্ঠানটি উপস্থিত সকলের নিকট উপভোগ্য ও সমাদৃত হয়।
পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন সহসাধারণ সম্পাদক প্রকৌশলী হাসমত আলী।
প্রকৌশলী আশরাফ উদ্দিন অনুষ্ঠানের আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এবং এরপর প্রেসিডেন্ট প্রকৌশলী এম আবদুল মুকিত বর্তমান কমিটির সকল সদস্য কর্মকর্তাগনদের পরিচয় সম্বলিত ও অন্যান্য কার্যক্রম এর উপর নির্মিত একটি প্রিভীউ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এরপর মুল পর্বের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল ও সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
সেমিনার এর মুল প্রবন্ধ “ইনফ্রাস্ট্রাকচার কেয়ার” প্রেজেন্টেশন উপস্থাপন করেন কানিক সদস্য স্টুডেন্ট এফেয়ার সেক্রেটারী প্রকৌশলী মিজানুর রহমান ও বিশেষ প্রবন্ধ “রোড সেইফটি” প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী যোবায়ের সুলতানকে বিশেষ সন্মাননা ক্রেস্ট উপহার তুলে দেন মান্যবর রাস্ট্রদূত মহোদয় ও সভাপতি নিজে।
আরো যারা এই অনুষ্ঠান আয়োজন এ উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য সহ-পাবলিক রিলেশন সম্পাদক প্রকৌশলী নুরুল আলম, দপ্তর সম্পাদক প্রকৌশলী আব্দুস সামাদ রনি, সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী জোবায়ের সুলতান, প্রকৌশলী হাসান চৌধুরী, প্রকৌশলী আকবর আলী, সহ প্রকৌশলী পিন্টু মিয়া, প্রকৌশলী আলী হোসেন, প্রকৌশলী সুজাউল ইসলাম, প্রকৌশলী অলক বডুয়া, প্রকৌশলী রফিকুজ্জামান, প্রকৌশলী জাহিদ হোসেন তালুকদার, প্রকৌশলী আমিনুল ইসলাম সহ আরো অনেকে। সন্মানিত উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম,প্রকৌশলী খন্দকার আবু রায়হান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আবদুল বাতেন মিয়া, প্রকৌশলী জাহেদূল ইসলাম।
নির্বাচন কমিশনার প্রকৌশলী মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পুরো অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আজাদ, এরাবিয়ান এক্সচেঞ্জ সি ই ও নুরুল কবির , এন আর বি বি এর সভাপতি শাহজাহান সাজু এবং দূতাবাসের কর্মকর্তা জনাব মাসহুদূল কবির, মাহদি হাসান, মোবাস্সেরা কাদেরি এবং ডিফেন্স এটাচী এম খায়ের উদ্দিন, কাতার ইউনিভার্সিটির অধ্যাপক ড: আনোয়ারুল হক, হাবিখ ইউনিভার্সিটির অধ্যাপক ড: শামসুল আরেফিন সহ আরো অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন করেন।
এম ও আই প্রতিনিধি ক্যাপ্টেন শিহাব মুনাওয়্যার আল সামারী উনার সংখিপ্ত বক্তব্যে কমিটির সকলকে ও সকল অতিথিবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানান সুন্দর আয়োজন এর জন্য।
প্রধান অতিথি কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মহোদয় আই ডি ই বি কাতার চ্যাপ্টারের কর্মকর্তাবৃন্দগনকে অভিনন্দন জানিয়ে দূতাবাসের সাথে আই ডি ই বি কাতার চ্যাপ্টার মেলবন্ধন ও সামগ্রিক বিষয়ের মুল্যায়নে আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর কার্যক্রম এর ভুয়সী প্রশংসা করেন।
কামেরা ও ভিডিও ধারনে ছিলেন কাতারে নিযুক্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন৷