ইতালি প্রতিনিধি মালিক মনজুর
সারাদেশে হত্যা,গুম-খুন,নৈরাজ্য, চুরি-ডাকাতি ও আওয়ামী লীগের উপর গায়েবী মামলা, গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করেছে ইতালি আওয়ামী লীগ নাপলি শাখা।
রোববার নাপলির সানজেন্নারো’র হাওলাদার রেস্টুরেন্টের হল রুমে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
নাপলি আওয়ামী লীগের সিনিয়র নেতা হাজী লিয়াকত আলীর, আহ্বায়ক কুদ্দুস হাওলাদারের ও সাবেক সহ সভাপতি ফরহাদ সেপাইীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রবীন নেতা আবু সাইদ খান,সহ সভাপতি দ্বীন মোহাম্মদ দিনু,মজিবর সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন,জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন নাপলী আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রফিক বেপারী, রেজাউল মাতুব্বর, বোরহান হোসাইন, আলমাস মাতুব্বর, এ আর উচ্ছ্বাস, সেলিম খান, আশরাফ, মেরাজ মোল্লা,শংকর বড়াই,আব্দুল মিন্টু,জমির হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। অবৈধ সুদী ইউনুস সরকার ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবে সে দিন বেশী দুর নয়। বীরের বেশে অচিরেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। দেশ আজ আইন বিহীন মব জাস্টিস চলছে,আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ী ঘর জ্বালিয়ে দিচ্ছে,গণহারে গ্রেফতার করে যাচ্ছে।
প্রতিবাদ সভা শেষে উপস্থিত নাপলী আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবীর মুখে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কুদ্দুস হাওলাদারকে সভাপতি ও সাবেক সহ সভাপতি ফরহাদ সেপাহীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন।