জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙ্গামাটিতে “ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট” প্রশিক্ষনের আয়োজন করেছে করেছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ রাঙ্গামাটি (টোয়ার) এবং গরবা টুরিজম।প্রশিক্ষণ এর আয়োজনে অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
২০ই নভেম্বর’২০২৩ ইং রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটি মারী ষ্টেডিয়াম এর কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণে উদ্ভোদন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান।
রাঙামাটি তথা পাহাড়ের ট্যুরিজমকে বিকশিত করার জন্য এবং দক্ষ জনবল তৈরি করার উদ্দেশ্যে ১৫ দিন ব্যাপি ১০ উপজেলা থেকে বাছাইকৃত ৩০জন শিক্ষার্থী নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় “ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট” প্রশিক্ষনটি। রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয় এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেছেন।
উদ্ভোধনী আলোচনায় শিক্ষর্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মহোদয় বলেন- শুধু প্রশিক্ষণ নিলে হবে না, এই প্রশিক্ষণ করে কাজে লাগাতে হবে। এই ট্যুরিষ্ট হিসাবে যারা কাজ করতে তাদের অবশ্যই সৎ হতে হবে। হতে হবে চিন্তা চেতনায় আধুনিক।
তিনি আরও বলেন- যে কোন কাজের ক্ষেত্রে সেই কাজকে ভালোবাসতে হবে কাজের প্রতি ভালো লাগা থাকতে হবে। আর সফলতার জন্য নিজের সাথে কমিটেড হতে হবে তবেই আসবে সফলতা।
তিনি আরও বলেন- টেকসই ব্যবস্থাপনা ও পর্যটন শিল্পের জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন ও প্রশিক্ষণের বিকল্প নেই।
কমর্র্সংস্থান গড়ার লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস কিন্তু গুরুত্ববহ একটি পদক্ষেপ ‘ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ। ২০২২ সালে প্রথম এই প্রশিক্ষণ হয়েছিলো, দ্বিতীয়বারের মতো আজ থেকে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণটি আজ শুরু হলো।
প্রশিক্ষনের কো-অর্ডিনেটর জনাব বাদশা ফয়সা বলেন- মনে রাখতে হবে, পর্যটন খাত একটি ধৈর্য্যের খাত। জেলা প্রশাসক মহোদয় এই প্রশিক্ষণে তিনি শুধু অর্থায়নই করেননি, আন্তরিকভাবে আমাকে সবভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। জেলা প্রশাসনের কর্ণধার ব্যক্তিত্ব যদি রাঙামাটির জন্য এতটা আন্তরিক হন, তখন আসলে প্রত্যাশার ঝাপটানো ক্লান্ত ডানাগুলো আশার প্রদীপ দেখতে পায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের রাঙামাটি পার্বত্য জেলার মান্যবরের জন্যে।
উদ্বোধনী দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণার্থীদের মন জয় করে নেয়া ট্যুরিষ্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের সম্মানীত পুলিশ সুপার জনাব, নাহিদ আদনান তাইয়ান মহোদয় ক্লাস করাতে গিয়ে এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে সবাই মোহিত হয়েছে তার লেকচারে।