তিতাসে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তিতাস উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা মহিলা দলের আয়োজনে ২৩ সেপ্টম্বর মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি রুবি ইসলামের সভাপতিত্বে ও তিতাস উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পরুশা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া।
কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,বিশেষ অতিথির
বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উপদেষ্টা এড.ফরিদা ইয়াসমিন ডলি,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার,যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পি,নার্গিস আক্তার,সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার,সহ সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তারসহ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক হোসেন ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম সরকার,
উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, তিতাস উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোঃ হানিফ, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাইফুল ইসলাম ও
মোঃ খোকন মিয়া প্রমুখ।