রানা রহমান, চাঁদপুর।। গত ১৩-১২-২৪ ইং রোজ শুক্রবার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটে সাবেক যুব সদস্যদের একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলনমেলা উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান এডভোকেট আলেয়া বেগম (লাকী), সাবেক যুব প্রধান মোঃ আখতারুজ্জামান (খোকা), সাবেক যুব প্রধান ফখরুদ্দিন আহমেদ (রিয়াজ),সাবেক উপ যুব প্রধান-১ আবু সাঈদ কাউসার, সাবেক যুব প্রধান রিয়াজুর রহমান (রানা),সাবেক যুব প্রধান নোয়েল বর্মন, সাবেক যুব প্রধান খাইরুল আলম (জনি) সহ আরো উপস্থিত ছিলেন সাবেক যুব কার্যনির্বাহী সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে বর্তমান যুব প্রধান নজরুল ইসলাম (বাবু) ও ইউনিটের কার্যনির্বাহী পরিষদের যুব সদস্যরা সার্বিক সহযোগিতায় করেন।
সভায় আলোচনা হয় যে, সাবেক যুব সদস্যদের উক্ত নবগঠিত সংগঠনে তাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এবং সংগঠনকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়া হয়।
তারই পরিপ্রেক্ষিতে সাবেক যুব প্রধান ও সাবেক সদস্যদের নিয়ে একটি ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা :
১.এডভোকেট আলিয়া বেগম লাকি
২. মোঃ আখতারুজ্জামান খোকা
আহবায়ক :- ফখরুদ্দিন আহমেদ (রিয়াজ)
সদস্য সচিব :- রিয়াজুর রহমান (রানা)
সদস্য :-
নোয়েল বর্মন
ফারজানা পারুল
শামিম হোসেন
রফিকুল ইসলাম
মানিক সাহা
মারজাহান আক্তার
খালেদ ফয়সাল
খায়রুল আলম জনি
তারা আরো বলে আমরা সকলে মিলে বাকি যত সাবেক যুব সদস্য আছেন সকলের ডাটা সংগ্রহ করে যাচাই বাছাইয়ের মাধ্যমে সম্পৃক্ততা করা এবং সকলে মিলে এই চাঁদপুর ইউনিটকে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাব।