মোঃ আরিফুল ইসলাম, ভোলা।। দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফের উপর জোবায়ের পন্থী তাবলীগ জামাতের সদস্যদের হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবী ও প্রতিবাদ সভা করেছে ভোলার সাংবাদিকরা।
২৪শে ডিসেম্বর সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর সন্ত্রাসী কায়দায় তাবলীগ জামাতের উগ্রবাদী সদস্যদের বর্বোচিত হামলার তীব্র নিন্দা এবং ঘটনার মুলহোতা রিয়াজসহ সকলকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
যতক্ষণ পর্যন্ত অপরাধীকে আইনের আওতায় আনা না হবে ততদিন তাবলীগ জামাত জোবায়ের পন্থীদের সকল নিউজ বর্জন করা হবে বলে জানিয়েছে বক্তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদ রহমান, বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, সাপ্তাহিক পূর্বাহার সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক মানব জমিনের ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ইসলামিক টিভির প্রতিনিধি সোলাইমান হোসেন, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, ডিবিসি টেলিভিশনের ভোলা প্রতিনিধি এইচ এম জাকির,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ , দৈনিক ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব, চ্যানেল২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক দেশকালের ভোলা প্রতিনিধি জামাল উদ্দিন, দৈইলি সান এর প্রতিনিধি বশির আহমেদ, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ফরহাদ হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহমান হেলাল, কালবেলার সদর প্রতিনিধি জাকির হোসেন নাহিদ, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি এইচ আর সুমন, ভোলা জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার জিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি অনন্ত মাসুদ, হারুনুর রশীদ শিমুল, আশিকুর রহমান শান্ত, রিয়াজ হোসেন শান্ত, দাউদ ইব্রাহিম, এসিডি অর্জুন , হামজা, ভোলা প্রকাশের হাসনাইন আহমেদ, আরিফ, রাফজান জানিপ্রমুখ।
উল্লেখ : ২৪ শে ডিসেম্বর তাবলীগ জামাতের জোবায়ের পন্থীদের প্রতিবাদ সভার সংবাদ সংগ্রহকালে আহত হয় ইউনুছ শরীফ।
তিনি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।