রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে উপজেলার ৪০টি গির্জাকে বর্ণিল সাজে সাজানো হয়।
এ উপলক্ষে সকল বয়সী মানুষেরা নতুন পোশাক পরে গির্জাগুলোতে সমবেত হয়। তাদের বাড়িতে বাড়িতে চলছে নানান রকম খাবারের আয়োজন করা হয়।
রাণীশংকৈল খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি
গোপাল মুরমু সুগা জানান, বড়দিন উপলক্ষে
গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সমবেতভাবে আগামী দিনের সুখ-শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।
তিনি আরও জানান, এবার উপজেলার ৪০টি গির্জায় ২৫০ টি পরিবারের প্রায় ১০০০ জন খ্রিস্টান নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করছেন।
ইউএনও রকিবুল হাসান বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আজ উপজেলায় বড়দিনের উৎসব পালন করা হচ্ছে। আমি, থানার ওসি ও সেনাবাহিনীসহ আমরা যৌথভাবে উপজেলার প্রায় সকল গির্জা পরিদর্শন করেছি। সর্বত্র শান্তিপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান পালিত হচ্ছে।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯