রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক “হার-পাওয়ার প্রকল্প”র আওতায় ৪ ব্যাচের মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, প্রজেক্ট সমন্বয়কসহ ট্রেইনারগণ এবং প্রশিক্ষণার্থীরা। ইউএনও তার বক্তব্যে বলেন, প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় মূলত এজন্যই এ প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনকারি নারীরা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে প্রশিক্ষনার্থীরা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ল্যাপটপসহ প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করছি, যার মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো, ঘরে বসে উপার্জন করতে পারবো।