বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির ২০২৩-২০২৫ কার্যকালের অবশিষ্ট সময়ের জন্য ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি হিসেবে অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন মনোনীত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে অধ্যাপক মোঃ রবিউল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের এক জরুরি সভা গতকাল শুক্রবার সকাল ৯:৩০ টায় রাজধানীর পল্টন অফিসে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ নূর নবী মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী জেনারেল সেক্রেটারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সভাটি পরিচালনা করেন। উক্ত সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইঞা, অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক মোঃ কামাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম কে সহ-সভাপতি এবং সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন কে ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, অধ্যাপক মোঃ রবিউল ইসলাম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়ায় কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারির পদটি শূন্য ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে সংগঠনের চলমান কার্যক্রম অক্ষুন্ন রাখতে অধ্যাপক আ জ ম কামাল উদ্দিনকে ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয় বলে জানা গেছে। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সংগঠনটি শিক্ষকদের দাবি আদায় , শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক ও শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।