ই এম আকাশ, কাতার প্রতিনিধি।। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেন। আজ ১৯ জানুয়ারি রোজ রবিবার দুপুর ২:৩০ টায় বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গমন করে এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদ এর সাথে দেখা করে পত্রটি হস্তান্তর করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিসট্যান্ট ড. মাহদী আমিন।