Thursday , 9 May 2024
শিরোনাম

ঈদের আগে ও পরে ৬ দিন ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপর বন্ধ

আসন্ন ঈদুল ফেতরে লাখ লাখ মানুষের বাড়িতে ফেরার ভোগান্তি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঈদের আগের ও পরের তিন দিন ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। রাজবাড়ী জেলা প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে

সোমাবার (১৮ এপ্রিল) রাজবাড়ী জেলা প্রশাসনের কক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। আসন্ন ঈদে তিনটি ফেরি বাড়িয়ে এই রুটে ২১টি ফেরি চলাচল করবে। এর সঙ্গে যাত্রী পারাপারের জন্য থাকবে ৩৩টি লঞ্চ এবং ৭০ স্পিড বোট।

এ ছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাতটি ঘাটের মধ্যে চারটি চালু আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুরি-ছিনতাইয়ের কবল থেকে যাত্রীদের রক্ষা করতে ঘাটগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সকল ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

Check Also

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x