রাঙ্গামাটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠিত
গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হলো রাঙ্গামাটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সভাপতি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জোবায়দা আক্তার ও সদস্য মোঃ মোহিদুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সভাপতি নির্বাচিত হন জনাব আব্দুল্লাহ আল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব শফিউল আজম।
গঠিত নতুন কার্যনির্বাহী কমিটি:
সভাপতি: জনাব আব্দুল্লাহ আল হক
সিনিয়র সহ-সভাপতি: জনাব মাওলানা হোসেন রফিক
সহ-সভাপতি: জনাব শওকত আযম
সাধারণ সম্পাদক: জনাব শফিউল আজম
যুগ্ম সম্পাদক: জনাব সুমন আচার্য্য
কোষাধ্যক্ষ: জনাব শহরুর হোসেন
দপ্তর সম্পাদক: জনাব মিজানুর রহমান উজ্জ্বল
প্রচার ও প্রকাশনা সম্পাদক: জনাব শহিদুল ইসলাম
এছাড়া ৮ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির প্রতি কাপ্তাই উপজেলার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণে, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং রাঙ্গামাটির উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।