মোঃ সুমন খান রাজস্থলী রাঙ্গামাটি
গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রাজস্থলী উপজেলার ৩ ইউনিয়নের কৃষক দলের যৌথ উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বীমা ছড়া কৃষি মাঠে উপজেলা কৃষক দলের সভাপতি বিশু সাহা সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ।উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কালা কুমার তংচংগ্যার সঞ্চালনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে রাঙ্গামাটি জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, গাইন্দ্যা ইউনিয়ন কৃষক দলের সভাপতি অক্ষয় কুমার তংচংগ্যা, জাসাস উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সুনীল, জেলা তাঁতিদলের সদস্য আফসার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। আমরা কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাব।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই লক্ষে শহিদ জিয়াউর রহমান কৃষকদল প্রতিষ্ঠা করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।