রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ মার্চ নিখোঁজের সাত ঘণ্টা পর রাত ৮টায় কুলিক নদী থেকে রহমতুল্লাহ (৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ ঘটনা নিশ্চিত করেন।
নিহত রহমতুল্লাহ উপজেলার রাউতনগর মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। সে রাউতনগর মুনলাইট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্কুল শেষে দুপুর ১ টায় বাসায় ফেরার পরে রহমতুল্লাহ তার বন্ধুসহ কুলিক নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুটি বাসায় চলে এসে সন্ধ্যায় তার বাড়িতে এ খবর দেয়। বাড়ির লোকজন ও এলাকাবাসী নদীতে নেমে রহমতুল্লাহকে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোনায়েম হোসেনের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে এসে রাত ৮টায় লোকজনের সহযোগিতায় রহমতুল্লাহর মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক আরও বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারুল ইসলাম ০১৭১৬৮৯৩৭৯৯