নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন আশুলিয়া থানা শাখা কর্তৃক আশুলিয়ার বন্ধুপ্রতিম শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার(১৫মার্চ) বাদ আছর থেকে আশুলিয়ার জামগরায় অবস্থিত একটি চায়নিজ রেস্টুরেন্টে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় ও শ্রমিক কল্যাণ ফেডারেশন আশুলিয়া থানা শাখার সভাপতি হাফেজ মোঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আল আমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন আশুলিয়া থানা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হাসান মাস্টার, ধামসোনা ইউনিয়ন সভাপতি চাঁন মিয়া, অন্যান্য শ্রমিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, এছাড়াও অন্যান্য শ্রমিক ফেডারেশনের মধ্যে উপস্হিত ছিলেন,মাদারল্যান্ড এর আশুলিয়া অঞ্চল সভাপতি মামুন,লালন শেখ, মিজানুর রহমান, জীবন,সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আল আমিন বলেন, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, শ্রমজীবী মানুষের পাশে থেকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা আমাদের সকলের ঈমানী এবং নৈতিক দায়িত্ব। আমরা যে যে সংগঠন করি না কেন শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আমাদেরকে সৎ এবং সততা নিয়ে কাজ করতে হবে, শ্রমিকের যেকোনো সমস্যা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, সময়ের আলোকে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে, পরিশেষে হাফেজ মোহাম্মদ ফয়জুল ইসলামের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলটির সমাপ্তি হয়।