নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকা জেলা কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৪ মার্চ) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকা জেলা কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান।
প্রধান অতিথি মাওলানা আফজাল হোসাইন বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইঞ্জিনিয়ারদেরও সেই কাজে এগিয়ে আসার আহবান জানান।
ফোরামের উপদেষ্টা আসাদুজ্জামান জীম বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসে রোজার মাধ্যমে চিরস্থায়ী হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষন দেওয়া হয়। এই প্রশিক্ষনের মাধ্যমে জীবনের সকল হারাম থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
এছাড়া প্রোগ্রামে আইডিইবি এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মিজানুর রহমান ও সাভার-ধামরাই সাংগাঠনিক জেলার সেক্রেটারি আব্দুল কাদেরসহ শতাধিক প্রোকৌশলী উপস্থিত ছিলেন।