রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধে প্রতারক কসাইরা
পালিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে রবিবার ১৬ মার্চ ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে। অভিযোগ পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হরিপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছে।ঘটনার দিন ভোরে দেহট্ট গ্রামের একটি ভুট্টাখেতের পাশে একটি ঘোড়া জবাই করা হলে গ্রামবাসিরা তা টের পেয়ে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে জড়ো হলে বেগতিক দেখে কসাইরা পালিয়ে যায়।এসময় তারা জবাইকৃত ঘোড়ার মাংস, একটি মরা ঘোড়ার বাচ্চা ও একটি মোটরসাইকেল ফেলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসিরা জানান, এই গ্রামের রনজু ও মেহেদী এ ঘটনার সঙ্গে জড়িত। এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, এই প্রতারক চক্রটিকে পুলিশ ধরার চেষ্টা করছে। শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে। ইউএনও আরিফুজ্জামান জানান, জবাইকৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জীবিত ঘোড়াটিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯