স্টাফ রিপোর্টার: চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আষ্টা গুচ্ছ গ্রামের ক্যান্সার আক্রান্ত মোঃ আলী বাঁচার আকুতি।
মোঃ আলীর স্ত্রী জানান আমার স্বামী মোঃ আলী আষ্টা জামে মসজিদের পরিস্কার পরিচ্ছন্ন ও ভ্যানগাড়ি চালিয়ে আমাদের সংসার চালাতো। আমার সংসারে আমার শাশুড়ি ও ২ মেয়ে রয়েছে আমাদের কোন ছেলে নেই। আমরা সরকারি গুচ্ছ গ্রামে বসবাস করি। হঠাৎ করে গত ২০২৩ সালে আমার স্বামী মোঃ আলীর লিভার ক্যান্সার ধরা পড়ে। আমরা গরীব মানুষ তাই বিভিন্ন আত্মীয় স্বজন ও বিভিন্ন ব্যক্তি থেকে সহযোগিতা নিয়ে চিকিৎসা চলমান রেখেছে । প্রতিমাসে কেমোথেরাপি ও ঔষধ সহ যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মেনিস করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে । আপাতত সঠিক ট্রিটমেন্ট ও আমরা করাতে পারছিনা টাকার অভাবে। আপনারা যারা মানবিক ও সমাজে বিত্তশালী রয়েছেন সকলে আল্লাহ ওয়াস্তে আমার বৃদ্ধ শ্বাশুড়ি ও ২ টি কন্যা সন্তানের দিকে তাকিয়ে আমার স্বামী মোঃ আলীকে বাঁচাতে চিকিৎসার জন্য সহযোগিতা করতে বিনীত অনুরোধ এবং সকলে আমার স্বামীর জন্য দোয়া করবেন। নিম্নে আমাদের বিকাশ ও নগদ নাম্বার নাম্বার দেওয়া হলো।
01794665292 bkash personal
01700505715 nagad personal
যোগাযোগ সাংবাদিক মনির হোসেন ০১৭২০৯২১২৩৩।