খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলমান কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা চলছে। এতে করে গতকাল শনিবার সকাল থেকেই জনজীবন স্থবির হয়ে আছে। আজ রোববার সকালেও শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শহরে প্রতিটি অলিগলিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জরুরি প্রয়োজনে চলাচল করছেন লোকজন। দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের শাপলা চত্বরে দু’একটি খাবার হোটেল খুলতে দেখা গেছে।গতকাল শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করেই সংঘর্ষ বাঁধে।গতরাতে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেইজ ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে। বিভিন্ন আইডি দিয়ে ইন্দোনেশিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উসকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে একটি মহল।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।