Thursday , 2 May 2024
শিরোনাম

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা প্রবাসী নারীর কোমরে অভিনব কায়দায় লুকানো প্রায় সাত কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে স্বর্ণসহ ওই নারীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউজ এর উপ-কমিশনার সানোয়ারুল কবীর জানান, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে ট্রানজিট হওয়া ইকে-০৫৮২ একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে ওই বিমানে আসা যাত্রীদের মধ্যে বিমানবন্দরের ৭ নং বোর্ডিং ব্রিজ এলাকায় আমেরিকান পাসপোর্টধারী শাহনাজ চৌধুরী নামের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তিনি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে তার কোমরে থাকা দুটি কাপড়ের বেল্টের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫৯টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম।

আটক ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান উপ কমিশনার।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x