কক্সবাজার টেকনাফে প্রবাসীর ১২ লাখ টাকা এবং ৭ ভরি স্বর্ণ সহ কামাল নামে রোহিঙ্গার সাথে পালিয়ে গেছেন এক প্রবাসীর স্ত্রী। প্রবাসীর নাম মুসলিম মিয়া। তার কিছুদিনের মধ্যেই দেশে ফেরত আসার কথা ছিল। তার দেশে আসার আগেই পালিয়েছেন স্ত্রী।
এ বিষয়ে প্রবাসী মুসলিমের পিতা ও পলাতক সুফাইরার মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১৮ এপ্রিল) বিকালে প্রবাসী মুসলিম মিয়ার বাবা ও পলাতক সুফাইরার মা যৌথভাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সম্মেলনে তারা জানান, দীর্ঘ ১১ বছর আগে প্রবাসী মুসলিমের সাথে পৌরসভার নাইট্যং পাড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে সুফাইরার সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৭ বছরের মেয়ে সন্তান রয়েছে। প্রবাসী মুসলিম বিদেশে থাকা অবস্থায় উপার্জিত অর্থ প্রায় ১২ লাখ টাকা এবং ৭ ভরি স্বর্ণ বিদেশ থেকে এসে বসতভিটা ক্রয় করার জন্য স্ত্রী সুফাইরার কাছে জমা রাখে। দুই তিন মাসের মধ্যে দেশে ফেরত আসার কথা ছিলো মুসলিমের। কিন্তু এরই মধ্যে সুফাইরাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই টাকা ও স্বর্ণের লোভে ফেলে গত ১২ এপ্রিল রোহিঙ্গা কামাল নিয়ে যায়।
তারা আরও জানান, দীর্ঘদিনের উপার্জিত টাকা,স্বর্ণ, বাচ্চা ও সুখের সংসার হারিয়ে বর্তমানে ওই প্রবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন এমটাই ধারণা করছেন তার পরিবার।
টেকনাফ পৌরসভার ইসলামাবাদের মোহাম্মদ শাহ আলমের ছেলে কামাল হোসেনসহ এহসান, সুফাইরা ও মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন তারা।
মামলার বিষয়ে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা বিষটি খতিয়ে দেখছেন বলে এই প্রতিবেদককে জানান।