শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিলাইছড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার
বিলাইছড়ি (রাঙামাটি), ০১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:০০ টায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৩২ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির, পিএসপি। প্রয়োজনীয় সামরিক প্রহরাসহ তিনি এই পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে জোন অধিনায়ক পূজা মণ্ডপে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফারদিন এবং ক্যাপ্টেন মোঃ তাহজিদ হোসেন। এছাড়াও পরিদর্শনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিলাইছড়ি থানার ইন্সপেক্টর (ওসি) মানস বড়ুয়া, এবং জনপ্রতিনিধিদের মধ্যে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বাবু শুভাশীষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবু জয় দে। কমিটির অন্যান্য সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ দর্শনার্থীসহ মোট প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন। জোন অধিনায়কের এই পরিদর্শন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে। তিনি সবার প্রতি সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।