ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনি দায়িত্ব পালন- ৮৭ হাজার পুলিশের ট্রেনিং শেষ, প্রস্তুতি শেষ পর্যায়ে জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাতক্ষীরার প্রতাপনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব আজ পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস ফায়ার সার্ভিসের ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা রউফ তালুকদারের সমর্থনে জামালপুর-১ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

সাংবাদিক

মানিকগঞ্জে হত্যাসহ দুটি মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক আইভী আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত ২২ মে পুলিশ একটি মামলায় তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই দিন হত্যা মামলায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই দিন তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়।

এরপর গত মঙ্গলবার হত্যা মামলার শুনানি থাকায় মমতাজকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিঙ্গাইর থানায় নেওয়া হয়। গত শুক্রবার হত্যা মামলার রিমান্ড শেষে তাঁকে আবার আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, দুই দিনের রিমান্ড শেষে আজ দুপুরে মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করা হয়। পরে আদালত তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
৯৯৮ Time View

ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আপডেটের সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

মানিকগঞ্জে হত্যাসহ দুটি মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক আইভী আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত ২২ মে পুলিশ একটি মামলায় তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই দিন হত্যা মামলায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই দিন তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়।

এরপর গত মঙ্গলবার হত্যা মামলার শুনানি থাকায় মমতাজকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিঙ্গাইর থানায় নেওয়া হয়। গত শুক্রবার হত্যা মামলার রিমান্ড শেষে তাঁকে আবার আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, দুই দিনের রিমান্ড শেষে আজ দুপুরে মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করা হয়। পরে আদালত তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।