বড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদৎ বার্ষিকী পালিত
নাটোরের বড়াইগ্রামে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হলো শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদৎ বার্ষিকী। ২০১০ সালের ৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভার সাবেক মেয়র সানাউল্লাহ নূর বাবু প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা হন।
তাঁর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) বনপাড়া পৌরসভা প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা শহীদ সানাউল্লাহ নূর বাবুর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন জনগণের প্রিয় নেতা, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বক্তারা তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারজানা শারমিন পুতুল,
যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি;
সদস্য, বিএনপি মিডিয়া সেল;
সদস্য, মানবাধিকার কমিশন (বিএনপি);
এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন’স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইসরি কমিটির সদস্য।
স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।