ঢাকা
,
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি বিদেশী অত্যাধুনিক শটগানসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী
RAW জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে : এম এ মালিক
‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী’
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ বাংলাদেশির
রাতে জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতে গেলেন খালেদা জিয়া
ঝালকাঠি–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার লিফলেট বিতরণ ও গণসংযোগ
আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা
ডিজিএফআইয়ের সাবেক যে পাঁচ ডিজিকে গ্রেফতারে পরোয়ানা
আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” গাইবেন জি বাংলার সারেগামাপা শিল্পী শুভ দাশ
বড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদৎ বার্ষিকী পালিত
RAW জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে : এম এ মালিক
আজ বুধবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নে তারেক রহমানের ৩১দফা এবং বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।সমর্থকদের উদ্দেশ্যে কথা বলার সময় মালিক উল্লেখ করেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচনের নির্ধারিত সময়সূচি বিলম্ব বা ব্যর্থ করার জন্য জনবৈচিত্র্যের বিতর্ককে ব্যবহার করছে।
তিনি সতর্ক করেছেন যে ‘র” নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পক্ষে এবং বিদেশী হস্তক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করছে। বিএনপি নেতা জোর দিয়েছেন যে, ফেব্রুয়ারির পর কোনো স্থগিতাদেশ হলে এটি গত বছরের জুলাই আন্দোলনে জীবন উৎসর্গ করা ছাত্রদের প্রতি বিশ্বাসঘাতকতা হবে।মালিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, যিনি ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ও তার ক্যাবিনেট নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
বিএনপির এই নেতা বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের সাথে তুলনা করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রথম বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্রেডিট দিয়েছেন এবং উল্লেখ করেন যে জাতীয় নেতা খালেদা জিয়া দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছেন।
মালিক বলেন, ১৫ বছর ধরে একটি “দানবীয় সরকার” নাগরিকদের ভোটাধিকারের সুযোগ বাধাগ্রস্ত করেছে। এই পুরো সময় জুড়ে তারেক রহমান বিএনপির নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের আইনের শাসন পুনঃপ্রবর্তনের জন্য সংগ্রাম করেছেন।দক্ষিণ সুরমার স্থানীয় সমস্যা সমাধানের প্রেক্ষিতে মালিক প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মধ্যে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
তিনি আশ্বাস দিয়েছেন যে উন্নয়নমূলক কাজের জন্য মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার প্রয়োজন নেই, বরং আন্তরিকতা এবং সময়ের সদ্ব্যবহার প্রয়োজন। তিনি স্থানীয় সম্প্রদায় থেকে দুই জন প্রতিনিধি কাজের সমন্বয়ের জন্য অনুরোধ করেছেন। বিএনপি নেতা স্কুল ভবন সংস্কারের জন্য তহবিলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দুই দিনের মধ্যে দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের দক্ষিণ সুরমায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।মালিক ভোটারদের বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনকে বহু বছরের স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য অপরিহার্য হিসেবে উপস্থাপন করেছেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজ রহমান, সিলেট বিভাগীয় প্রবাসী সৌদী আরব কল্যান শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের, মোল্লারগাও ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন ইমরান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, যুবদল নেতা শিপলু আহমদসহ প্রমূখ।
ট্যাগ :