দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দীপংকরের কারাদণ্ড
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দীপংকর চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, দীপংকর চন্দ্র শীল দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। সম্প্রতি তার এই আচরণে বিরক্ত হয়ে নিজ পরিবারই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দীপংকরকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে। আমরা চাই, জনগণ সচেতন হোক এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাক। সমাজ থেকে মাদক নির্মূলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।