নওগাঁর মহাদেবপুরে বিএনপি’র কর্মীদের লিফলেট বিতরণ
নওগাঁর মহাদেবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম (বুলেট) এর পক্ষে ইউনিয়ন বিএনপি”র নেতারা মাঠে লিফলেট বিতরণ করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪ টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে তারা সাধারণ জনগণের মাঝে দলের নীতিমালা ও আগামী নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে প্রচারণা চালান। স্থানীয় বাজার, চা-স্টল, মোড় ও গ্রামীণ এলাকায় গিয়ে নেতাকর্মীরা জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ইউনিয়ন বিএনপি”র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রাজা) বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়, তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি’র পাশে থাকার আহ্বান জানান। উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ১০নং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ,৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন,১নং ওয়ার্ড সভাপতি হামিদুর রহমান,৬নং ওয়ার্ড সভাপতি আবদুল মজিদ,৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন,ইউনিয়ন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদ হোসেন প্রমখ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।