আত্মহত্যা প্রতিরোধে ব্যতিক্রম সাইকেল র্যালি
সড়ক জুড়ে সারি সারি সাইকেল।
চলছে কখনো মহা সড়কে আবার কখনো গ্রামীণ সড়কে। কারও হাতে রয়েছে পতাকা আর এমন একই রঙের টিশার্টে এলাকা জুড়ে সাইকেল র্যালির এ দৃশ্য যে কারোরই চোখে পড়ছে। চোখে সাধারণ র্যালি মনে হলেও এটি আত্যহত্যা
প্রতিরোধের একটি সচেতনতামূলক র্যালি।
তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি
ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক ঘুরে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন
তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান।
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।
বক্তব্যে তারা বলেন, ঝিনাইদহ আত্নহত্যা
প্রবণ এলাকা আত্নহত্যা। এটি রোধ করতে পারে একমাত্র জনসচেতনতা। তাই আমাদের এই ধরণের কার্যক্রম আরও বেশি বেশি করা উচিত। কারণ একটি আত্নহত্যা একটি পরিবারকে ধ্বংস করে দেয়।
র্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সচেতন মহল বলছেন, এই ধরণের কার্যক্রম আমাদের সমাজকে বলতে দিতে পারে। তাই যারা এই কর্যক্রম করছেন তাদের উৎসাহিত করা উচিত।