শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার সময় সরকারী শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ তিন উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷
শরীয়তপুরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আমিনুর রহমান রানার সভাপতিত্বে ও শরীয়তপুর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোজাম্মেল মাদবর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী৷
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য জোরদার করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, “দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপির।”
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিক আজিজ মোবরক হোসেন ঢালী, উপজেলা বিএনপির সাধারণ সাবেক সম্পাদক আক্তার হোসেন নান্টু খান। পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান গোলাম মোস্তফা।
জিল্লুর রহমান দপ্তরী,তোতা কতোয়াল, উপজেলার যুবদলের সভাপতি সাখাওয়াত চৌকিদার, যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার, গোসাইরহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজাম্মেল হক রাড়ীসহ গোসাইরহাট ডামুড্যা ভেদরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।