প্রমিত পাল, সিটি রিপোর্টার।। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ক্যাম্পাসে আজ এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত AIUB গেমস ২০২৪-এর যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIUB-এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের তাদের প্রতিভা প্রদর্শনের আহ্বান জানান এবং ক্রীড়াঙ্গনের চেতনাকে হৃদয়ে ধারণ করার বার্তা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মঞ্জুর এইচ খান (প্রক্টর), ড. জিয়ারত এইচ খান (উপ-পরিচালক, ছাত্র বিষয়ক), এবং জনাব মোঃ জয়নাল আবেদীন (সমন্বয়কারী, ক্রীড়া অফিস)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এই জমকালো আয়োজনের অংশ নেন।
AIUB গেমস ২০২৪-এ অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২,৫০০ শিক্ষার্থী। এবারের আয়োজনে ১১টি প্রতিযোগিতামূলক বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কেবল AIUB-এর উৎসবমুখর পরিবেশকে ফুটিয়ে তুলছে না, বরং একতা ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার প্রতি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় প্রতিশ্রুতিও প্রকাশ করছে।
এ আয়োজন পরিচালনা করছে AIUB অফিস অফ স্পোর্টস, যা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের মধ্যে সহযোগিতা, প্রতিযোগিতার চেতনা এবং শ্রেষ্ঠত্ব উদযাপনের মাইলফলক স্থাপন করেছে।
AIUB গেমস ২০২৪ শুধু প্রতিযোগিতার জন্য নয়; এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, দলগত চেতনা, এবং একাডেমিক ও সহপাঠ কার্যক্রমে তাদের দক্ষতার নতুন দিগন্ত উন্মোচনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।