Free Healthcare for Qatari expatriates লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে প্রবাসীদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত
Free Healthcare for Qatari expatriates
লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য সেবা। এতে অংশগ্রহণ করেন কাতার প্রবাসীরা ও
আজ স্বাস্থ্য সেবায় অংশ নিয়েছেন ৫৫৭ জন প্রবাসীরা, স্বাস্থ্যসেবা পেয়ে আনন্দিত প্রবাসীরা৷ লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি মো: বাহার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) আব্দুল্লাহ আল রাজী, অনুষ্ঠান পরিচালনা করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক
ই এম আকাশ৷ স্বাস্থ্য সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কালচারাল একাডেমী দোহা কাতারের সভাপতি ও কাতার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ, বিশিষ্ট সমাজসেবক কাজী আরিফুল ইসলাম,
ফেনী সমিতির পক্ষ থেকে মো: তাজুল ইসলাম, মিরেশ্বরাই সমিতির সভাপতি ও চট্টগ্রাম সমিতির উপদেষ্টা নুরুল আফসার বাবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ কে এম আমিনুল হক, পিরোজপুর জেলা সমিতি ও মানবাধিকার সংগঠন সাহস এর পক্ষ থেকে যোগদান করেন বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী মো: রিয়াজুল ইসলাম, ফরিদপুর জেলা সমিতির আহবায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন রনি, নোয়াখালী চাটখিল সমিতির সভাপতি গোলাম সারোয়ার কামরুল
সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ এ সময় সাইন গোল্ড এন্ড ডায়মন্ড এর পক্ষ থেকে বিনামূল্যে পানি বিতরণ ও রেফেল- ড্র এর মাধ্যমে গোল্ড ও ডায়মন্ডের ক্যাশ ভাউচার পুরস্কার দেওয়া হয়৷ হাসপাতাল পার্টনার : নাসিম মেডিকেল সেন্টার Naseem Medical Centre – D Ring
প্রবাসীদের বিনামূল্য স্বাস্থ্য সেবার এই ইভেন্টটি পরিচালনা করেন Akash Media Bhuban
স্থান ও সময় : ঘরোয়া রেস্টুরেন্ট, ফিরোজ আব্দুল আজিজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫৷
ইভেন্ট সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন,
সাখাওয়াত হোসেন সাগর, ফয়সাল, ইসমাইল খান,
মিরাজ হোসেন, বিপু মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক মজুমদার প্রমুখ৷