29 November, 2020
শিরোনাম

প্রেম নিবেদন করে পাঁচবার প্রত্যাখ্যাত হয়েছিলেন বাইডেন

 07 Nov, 2020   43 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

স্ত্রীকে প্রেম নিবেদন করে পাঁচবার প্রত্যাখ্যাত হয়েছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসিতে প্রকাশিত পরবর্তী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের জীবনী থেকে এমনটাই জানা যায়।

সেখানে জিল বলেন, বাইডেনের প্রস্তাব গ্রহণ করার আগে আমি তাকে পাঁচবার প্রত্যাখ্যান করেছিলাম। কারণ আমি নিশ্চিত করতে চাইছিলাম যে তার সন্তানেরা যাতে আরেকটি মা না হারায়।

উল্লেখ্য, ১৯৭২ সালে একটি কার দুর্ঘটনায় জো বাইডেন তার প্রথম স্ত্রী ও এক বছর বয়সী কন্যাকে হারান। সেই দুর্ঘটনায় তার দুই পুত্র বো এবং হান্টার বেচে যায়। এই ঘটনার তিন বছর পর তার ভাইয়ের মাধ্যমে তৎকালীন সিনেটর জো বাইডেনের সাথে তার পরিচয় হয়।

তারপর ১৯৭৭ সালে জিল ও জো বাইডেন বিবাহ বন্ধনের আবদ্ধ হন। ১৯৮১ সালে তাদের কন্যা এ্যাশলি জন্মগ্রহণ করেন।

জিলের জন্যও এটি তার দ্বিতীয় বিবাহ ছিল। জোকে বিয়ে করার আগে তিনি তার কলেজের সাবেক ফুটবল খেলোয়াড় বিল স্টিভেনসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।সূত্রঃযমুনা টিভি

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ