30 November, 2020
শিরোনাম

ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে ফ্রান্সের

 09 Nov, 2020   46 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ফ্রান্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লি ড্রায়ান কায়রো সফরকালে এই মন্তব্য করেছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলাম নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে ইসলাম বিশ্বে প্রবল সমালোচনার মুখে।

এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফাতেহ আল-সিসি এবং পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রাইয়ের সঙ্গে সাক্ষাত করেছেন লি ড্রায়ান

সাক্ষাতের পর লি ড্রায়ান বলেছেন, আমাদের প্রথম একটি নীতি রয়েছে সেটি হচ্ছে ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।

তিনি বলেন, আমি আরো বলতে চাই মুসলিমরা ফ্রান্সের সমাজে পুরোপুরি অংশীদার।

এছাড়া ফ্রান্সের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বার্তা হলো আমরা আমাদের মাটি সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি, সেটি হল ধর্মান্ধতা। এই হুমকি অন্যত্রও এবং এটি ‘কমন’ লড়াই। সিজিটিএন

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ