26 September, 2021
শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

 27 Jul, 2021   84 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- ক্যাম্পের ব্লক জি/৩৭ এর নুর মোহাম্মদের মেয়ে নুর বাহার (৩০), শাহ আলমের ছেলে শফিউল আলম (১২), ব্লক জি/৩৮ এর ইউসুফের স্ত্রী দিল বাহার ও তাদের দুই সন্তান আবদুর রহমান (৩) আর আয়েশা সিদ্দিকা (২)। মৃত আরেক শিশুর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

 

আহতদের ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

 

গত দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ