26 September, 2021
শিরোনাম

সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা

 27 Jul, 2021   114 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :  মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র এবং প্রধামন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল ২৭ জুলাই ২০২১ ইং তারিখে জেলা আওয়ামীলগের প্রধান কার্যালয়, পুরাতন কাচারি চত্বর, সন্ধ্যা ৭ ঘটিকায় দোয়া ও আলোচনা সভার  আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি  ও  জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন।  আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন এড. সোহানা তাহমিনা যুগ্ন সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল বিন সমাদ শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব মো. সামসুল কবীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান রাসেল, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিব, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ওমর ফারুক,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র (৯নং ওযার্ড কাউন্সিলর) সাজ্জাত হোসেন সাগর, শহর ছাত্রলীগের সহসভাপতি শিপন, শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রলীগের সহ সম্পাদক অর্পন, বাংলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, বাংলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সজিব সরদারসহ অন্যন্য নেতাকর্মী বৃন্দ।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ