26 November, 2020
শিরোনাম

সংসদ ভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

 09 Nov, 2020   48 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকার প্রধান সাক্ষাৎ করতে যান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এছাড়া তারা করোনাভাইরাস পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে।
এসময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ