29 November, 2020
শিরোনাম

যুবকদের ঐক্যবদ্ধ করাই যুবলীগের মূল চ্যালেঞ্জ-যুবলীগের সাধারণ সম্পাদক

 11 Nov, 2020   136 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

যুবলীগের আগামী কমিটিতে ক্যাসিনোবাজ ও অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। এসময়, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যুবকদের ঐক্যবদ্ধ করাই যুবলীগের মূল চ্যালেঞ্জ। সততা ও দেশেপ্রেমের সাথে কাজ করে যেতে যুবলীগের কর্মীদের প্রতি আহবান জানান তারা।

এরআগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নাম্বারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগের নেতাকর্মীরা। এরপর লেকের ধারে বৃক্ষরোপন করেন এবং প্রতিবন্ধী ও অন্ধদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ করা হয়। এরপর, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে যান।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ