24 November, 2020
শিরোনাম

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস' এর প্রধান উপদেষ্টা'র জন্মদিনে সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন

 11 Nov, 2020   110 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল:-গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রধান উপদেষ্টা জনাব রেহান উদ্দিন দুলাল এর ভেনিস মেস্ত্রে'র বাসায় উপস্থিত হয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। চলমান মহামারীজনিত সীমাবদ্ধতার কারনে এ সময় শুধুমাত্র উপস্থিত হন সর্বজনাব বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খাঁন, ১ নং নির্বাহী সদস্য শরীফ মৃধা ও সাবেক সদস্য সচিব মেসবাহ উদ্দিন আলাল। জন্মদিনের কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া করা হয়।

এতো আতংকগ্রস্থ সময়েও উপস্তিত হয়ে শুভেচ্ছা জানাতে আসায় সমিতির সুদক্ষ নেতৃবৃন্দ, সকল সদস্যবৃন্দ তথা সকল প্রবাসী ও বাংলাদেশে সকল শুভাকাঙ্ক্ষীগনের প্রতি ধন্যবাদ, ভালাবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রেহান উদ্দিন দুলাল। No description available.

বঙ্গবন্ধুর আদর্শের একজন অকুতোভয় সৈনিক, জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী, সৎ মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন সৃষ্টিশীল মানুষ, ইটালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রধান উপদেষ্টা, ইউরো বাংলাদেশ রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্র' এর সভাপতি, বঙ্গবন্ধু হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর জয়েন্ট রেজিস্ট্রার বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদ জনাব রেহান উদ্দিন দুলাল। No description available.

পরিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত অব্যাহত রেখে মহামারী শেষে ভেনিসে বৃহত্তর কুমিল্লাবাসীর এক মহা মিলনমেলার আয়োজন করার আকাংখা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ