30 November, 2020
শিরোনাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু ২৪ নভেম্বর

 15 Nov, 2020   38 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি চূড়ান্ত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে টি-টোয়েন্টি কাপের নাম রেখে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগ ভিত্তিক ম্যাচগুলোতে প্রতিটি দল দু’বার একে অপরের মুখোমুখি হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ যথাক্রমে দুপুর দেড়টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। তবে শুক্রবারের ম্যাচ হবে যথাক্রমে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায়।

সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের সাথে জেমকন খুলনা খেলবে।

শীর্ষ চার দল বিপিএলের মতো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ভ-ডে রাখা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ