20 October, 2021
শিরোনাম

মক্কা-মদিনার মসজিদের জন্য ৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ

 25 Sep, 2021   71 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

নারীর ক্ষমতায়ন কর্মসূচির অংশ হিসেবে মক্কা-মদিনার দুই মসজিদের জন্য নারীদের প্রশিক্ষণ দিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ছয় শতাধিক নারীকে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে দুই পবিত্র মসজিদ বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মক্কা-মদিনার দুই মসজিদ বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর আরব নিউজের

 

মহিলা উন্নয়ন বিষয়ক সংস্থায় মহিলা উন্নয়ন বিষয়ক উপ-সভাপতি আল-আনউদ আল-আবুদের নেতৃত্বে ৩১০ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া নওরা আল-থুয়াইবির নেতৃত্বে মহিলাদের বৈজ্ঞানিক, বুদ্ধিবৃত্তিক ও নির্দেশনা বিষয়ক এজেন্সিতে কাজ করবেন প্রায় ২০০ জন নারী।

 

বাকি প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা কামেলিয়া আল দাদির নেতৃত্বে মহিলাদের প্রশাসনিক ও সেবা বিষয়ক সংস্থায় কাজ করবেন।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ