28 January, 2021
শিরোনাম

রাজবাড়ীতে প্রেমের সম্পর্কের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

 26 Nov, 2020   79 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

প্রেমের সম্পর্কের জেরে রাজবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে সাইফ শেখ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার খানখানাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সদর উপজেলার খানখানাপুর এলাকায় আশিক জমাদ্দার ও মিলন রবিদাসের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফ শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মারা যান সাইফ শেখ। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ